বুনো হাতির তান্ডব অব‍্যাহত : পায়ে পিষ্ট করে মারলো বাগান শ্রমিককে

12th December 2020 10:00 am অনান‍্য
বুনো হাতির তান্ডব অব‍্যাহত : পায়ে পিষ্ট করে মারলো বাগান শ্রমিককে


ভানুময় চন্দ ( আসাম ) :  আসামের  পাথারকা‌ন্দি‌তে বু‌নো দামাল‌দের তান্ডব অব‌্যাহত।হাতির পদপি‌ষ্টে নিহত শ্রমিক। বৃহত্তর (আসামের)পাথারকা‌ন্দি জু‌ড়ে বু‌নো দামাল‌দের তান্ডব অব‌্যাহত র‌য়ে‌ছে।এবার হা‌তি তাড়াতে গিয়ে প্রকাশ্য দিবালোকে এক দামা‌লের আক্রমণে মৃত্যু হল এক বাগান শ্রমিকের। হত শ্রমিকের নাম রাজু চাষা(হারুয়া)। বয়স চ‌ল্লিশ । বাড়ি আসামের পাথারকান্দি থানাধীন পুতনি চা বাগানের পাঁচ নং ওয়া‌র্ডে।  জানা গে‌ছে গত কিছুদিন থেকে বু‌নো হা‌তির দ‌লে থাকা পাঁচ‌টি হা‌তির ম‌ধ্যে এক‌টি অসুস্থ হা‌তি বি‌ভিন্ন  বা‌ড়ি‌তে ঢু‌কে অনিষ্ট কর‌ছিল। এ‌তে আতঙ্ক ছিল সর্বত্র।এই হা‌তি‌টি গতকাল রাত থে‌কে পুত‌নি বাগা‌নে অবস্থান ক‌রে তার তান্ডব অব‌্যাহত রে‌খে‌ছিল।এ‌তে আত‌ঙ্কিত জনগন হা‌তি‌টি‌কে তা‌ড়ি‌য়ে দি‌তে গে‌লে ঘ‌টে বিপ‌ত্তি।আজ সকা‌লে স্থানীয়দের সঙ্গে বাগান শ্রমিক রাজু চাষাও হাতি তাড়ানোর কাজে ছি‌লেন ব‌লে জানা গে‌ছে।এমন সম‌য়ে দুর্ঘটনাবশত হা‌তি‌টি মারমু‌খী জনগ‌নের দি‌কে পাল্টা তে‌ড়ে আস‌লে অন‌্যরা পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হ‌লেও রাজু চাষা পালা‌তে পা‌রেন নি। ফ‌লে হা‌তি‌টি তা‌কে শুড় দি‌য়ে ধ‌রে মা‌টি‌তে ফে‌লে বেশ ক‌য়েক ঘা আছাড় মে‌রে পা‌লি‌য়ে যায়। পা দিয়ে পিষ্ট করে ।  এমন ঘটনায় গোটা এলাকা জু‌ড়ে নতুন ক‌রে  আতঙ্ক দেখা দি‌য়ে‌ছে । ঘটনার পর স্থানীয়রা হাতির কবল থেকে গুরুতর আহত অবস্থায় রাজু‌কে উদ্ধার ক‌রে পাথারকান্দি হাসপাতালে নিয়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসকরা তা‌কে মৃত ব‌লে ঘোষনা ক‌রেন।এ‌দি‌কে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুত‌নি জিপির সভানেত্রী নমিতা গোয়ালা(চাষা) , পাথারকান্দির রেঞ্জার দেবজ্যোতি নাথ ,  বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল । তারা ‌ রাজুর মৃত‌্যু‌তে গ‌ভীর শোক প্রকাশ ক‌রেন। ‌বিষয়‌টি নি‌য়ে রেঞ্জার নাথ বাবু জানান যে হা‌তি সংক্রান্ত বিষয়‌টি বার ক‌য়েক বিভাগীয় উর্দ্ধতন মহ‌লে জানা‌নো হ‌লেও কাজ হয়নি ।সরকার ও বিভাগীয় উপর মহল ব‌্যাবস্থা না নি‌লে আমরা আর কি কর‌তে পা‌রি।বিষয়টি বন বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হ‌য়েছ এবং অবিলম্বে নিহত শ্রমিকের প‌রিবার যাতে সরকারি আর্থিক সাহায্য পায় সে ব্যবস্থা করা হ‌চ্ছে।‌ বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল ব‌লেন , বন বিভা‌গের উপর মহ‌লের খাম‌খেয়া‌লিপনার খেসারদ দি‌তে হ‌চ্ছে নি‌রিহ জনগন‌কে।‌ তি‌নি শীঘ্রই বিষয়‌টি মুখ‌্যমন্ত্রীর নজ‌রে আন‌বেন ব‌লে জানান। জি‌পি সভা‌নেত্রী ন‌মিতা গোয়ালা ব‌লেন পাথারকা‌ন্দি‌তে বু‌নো হা‌তি‌দের দাপট নতুন নয়।ওরা বছ‌রের পর বছর ধ‌রে নানা ভাবে অনিষ্ট ক‌রে চল‌লেও বন বিভাগ যেন নিদ্রায় আচ্ছন্ন ।‌ গত কয় বছ‌রে পাথারকা‌ন্দি‌তে বহু মানুষ‌কে বু‌নো হা‌তিরা পি‌ষে মে‌রে‌ছে। তি‌নি বিষয়‌টি নি‌য়ে বনমন্ত্রী প‌রিমল শুক্ল‌বৈ‌দ্যের হস্ত‌ক্ষেপ দাবী ক‌রে‌ছেন। এ‌দি‌কে বন বিভাগ ও পু‌লি‌শের পক্ষ থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়ে‌ছে।প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য মৃত রাজু অ‌বিবা‌হিত হ‌লেও তার মা বাবা ভাই বোন বর্তমান।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।